ফের মালদা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২ বিক্রেতা

মালদা, ১৫ ডিসেম্বর (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে মালদা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র । ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ সহ দুইজন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে ভূতনি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাম সুরত চৌধুরী (৩২) ও রাজেন্দ্র মাহাতো (৩৫)। দুজনেই ভূতনির গদাই চর এলাকার বাসিন্দা। রাম সুরত বর্তমানে ঝাড়খণ্ডে থাকে। সেখান থেকেই এই অস্ত্র আনা হয়েছিল কী না তা খতিয়ে দেখছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই অস্ত্র কোথায় পাচার করার পরিকল্পনা ছিল বা আরও কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।