এইমস নিয়োগ দুর্নীতি’র তদন্তে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডি

নদিয়া, ১৫ ডিসেম্বর (হি. স.) : কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতির তদন্তে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে গেল সিআইডি।

বৃহস্পতিবার বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে যান রাজ্যের তদন্তকারী সংস্থার ৩ আধিকারিক। অভিযোগ, যোগ্যতা না থাকা সত্ত্বেও বিধায়কের পুত্রবধূ অনুসূয়া ঘোষের বেআইনি নিয়োগ হয়েছে। উল্লেখ্য, বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানার বিরুদ্ধে একই অভিযোগ। মৈত্রীকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা।

এই অভিযোগের তদন্তে নেমেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। এই দুর্নীতিতে নাম জড়িয়েছে চাকদা’র বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। সুভাষ সরকার আবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে নিয়োগ করে স্বজনপোষণ করা হয়েছে। উল্লেখ্য, ৪ বিজেপি নেতা-মন্ত্রী সহ মোট ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল কল্যাণী থানায়। অভিযুক্তের তালিকায় রয়েছে কল্যাণী এমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংয়ের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *