টিয়ক (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : ১৪৯.৮৩ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত যোরহাটের টিয়কে লাচিত মৈদামে লাচিত স্মারক-সাংস্কৃতিক প্রকল্পের ভূমি পূজন করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ, বহু দফতরের পরিষদীয় মন্ত্রী পীযূষ হাজরিকা, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, বিধায়ক বিমল বরা, কয়েকজন সাংসদ ও বিধায়ক, বিভিন্ন দফতরের পদস্থ ও উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় নাগরিকদের উপস্থিততে আজ বৃহস্পতিবার সকালে টিয়কের হোলোঙাপাড়ায় অবস্থিত লাচিত মৈদামে বীর লাচিতের শৌৰ্য বীৰ্য উত্তর-প্ৰজন্মের সামনে প্ৰদৰ্শন করার উদ্দেশ্যে ১৪৯.৮৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষে প্রস্তাবিত লাচিত বরফুকন স্মারক ও সাংস্কৃতিক প্ৰকল্পের ভূমি পূজন এবং শিলান্যাস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।
এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী ভাষণও দিয়েছেন। তিনি জানান, ৪০০-তম জন্মজয়ন্তীতে বীর লাচিত বরফুকনের মৈদামের উন্নয়নে ১৪৯.৮৩ কোটি টাকার প্ৰকল্প গ্ৰহণ করেছে তাঁর সরকার। রাজ্যের লোকনিৰ্মাণ (পূর্ত) বিভাগ কর্তৃক নিৰ্মিত হবে গোটা প্রকল্প। মৈদাম উন্নয়ন প্ৰকল্পের জন্য বৰ্তমানের ভূমির সঙ্গে সংযোজন করতে সরকার প্ৰায় ৪২ বিঘা জমি অধিগ্ৰহণ করেছে। এই প্ৰকল্পের অংশ হিসেবে মৈদামে অত্যাধুনিক প্ৰেক্ষাগৃহ, তাই-আহোম সংস্কৃতির ওপর গবেষণাযোগ্য ব্যবস্থা, জাদুঘর, প্ৰেক্ষাগৃহ, আবসিক খেলার মাঠ, রাস্তা এবং অন্যান্য সুবিধাবলির পাশাপাশি শৌর্যবীর্যের প্রতীক বীর লাচিত বরফুকনের ১২৫ ফুট উচ্চতার ব্ৰোঞ্জের মূৰ্তি স্থাপন করা হবে। এছাড়া মূল লাচিত মৈদাম-সাঁটা লাচিত বরফুকনের দেশপ্ৰেমিক সঙ্গীদের মৈদামগুলিও অসম সরকার সংরক্ষণ করবে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দু-বছরের মধ্যে এই প্ৰকল্পের কাজ সম্পূৰ্ণ করা হবে।
ভূমিপূজন ও শিলান্যাস কার্যসূচির পর উপস্থিত আবালবৃদ্ধবনিতার সঙ্গে ক্ষণিক মতবিনিময় করে সেলফি তুলে সকলের সঙ্গে আনন্দ উপভোগ করেন ড. শর্মা।

