বিলোনিয়ায় ছোটদের ক্রিকেটে জয়ী আমজাদ নগর, বিদ্যাপীঠ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। জয় পেলো আমজাদ নগর এবং বিদ্যাপীঠ স্কুল। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। বৃহস্পতিবার থেকে ক্রিকেট মরশুম শুরু করে মহকুমা ক্রিকেট সংস্থা। উদ্বোধনী দিনে হয় দুটি ম্যাচ। আমজাদনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আমজাদনগর ৮ উইকেটে পরাজিত করে বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আমজাদনগরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করে আকাশ সাহা। আমজাদ নগর স্কুলের পক্ষে সিপন মিঁয়া (‌৩/‌১০) সফল বোলার। জবাবে খেলতে নেমে অতিরিক্ত ১৭ রানের কাধে ভর দিয়ে আমজাদ নগর ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে জয়দেব মজুমদার ১৩ রান করে। এন বি মাঠে অপর ম্যাচে বিদ্যাপীঠ স্কুল ১৯ রানে পরাজিত করে আর্য কলোনী স্কুলকে। প্রথমে ব্যাট নিয়ে বিদ্যাপীঠ স্কুল মাত্র ৫৯ রান করে। দল সর্বোচ্চ ১৭ রান পায় অতিরিক্ত খাতে। আর্য কলোনী স্কুলের পক্ষে প্রশান্ত বিশ্বাস (‌৪/‌১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে দ্বীপতনু পালের (‌৭/‌৭) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৪ রানে গুটিয়ে যায আর্য কলোনী স্কুল। দলের পক্ষে অন্তর দাস ১৫ রান করে।‌‌‌