হোজাই (অসম), ১৫ ডিসেম্ভর (হি.স.) : হোজাই জেলার লঙ্কায় ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে । গতকাল রাত আনুমানিক বারোটা নাগাদ লংকার শ্যামবাড়ি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে।
অগ্নিকাণ্ড ভস্মীভূত হয়ে গেছে পাঁচটি বসত বাড়ি, গবাধি পশু সহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী। আগুনের লেলিহান এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ইসলাম উদ্দিন, গোলাম উদ্দিন, আহাদুল ইসলাম এবং আব্দুল খালেকের বাসগৃহ।
স্থানীয়রা ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী সহ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় দমকল বাহিনী।

