ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। জয়ে ফিরল বীরেন্দ্র ক্লাব। পরপর দুই ম্যাচে হারের পর রামকৃষ্ণ ক্লাবকে হারিয়ে জয়ে ফিরেছে বীরেন্দ্র ক্লাব। ফরওয়ার্ড ক্লাবের কাছে ০-৭ গোলে এবং এগিয়ে চলো সংঘের কাছে ২-৪ গোলে হেরে মনোবল কিছুটা ভেঙে গেলেও চতুর্থ ম্যাচের মাথায় আজ, বুধবার দ্বিতীয় জয় বীরেন্দ্র ক্লাবকে মনের জোর ফিরিয়ে দিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে বীরেন্দ্র ক্লাব ন্যূনতম গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করেছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল আসরের ১৩তম ম্যাচে বীরেন্দ্র ক্লাব ২-১ গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধের খেলা এক-এক গোলে ড্র-তে অমীমাংসিত ছিল। খেলার অন্তিম পর্যায়ে ইনজুরি টাইমে জাকারিয়ার গোলে ৩ পয়েন্ট পায় বীরেন্দ্র ক্লাব। খেলা শুরুতে দুই মিনিটের মাথায় জাকারিয়া হালাম একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। তবে এই লিড ধরে রাখতে পারেনি। দশ মিনিটের মাথায় রামকৃষ্ণ ক্লাবের বিদেশি খেলোয়ার এমেকা গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধে আর কেউ গোলের সন্ধান পায়নি। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে খেলা এগোতে থাকে। তবে , অন্তিম পর্যায়ে ইনজুরি টাইমে জাকারিয়ার গোলে জয় পায় বীরেন্দ্র ক্লাব। আক্রমণ প্রতি আক্রমের মধ্য দিয়ে পুরো খেলায় হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়লেও খেলায় ধাক্কাধাক্কি এবং অসদাচরণের দায়ে রেফারি দু দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। এমনকি রামকৃষ্ণ ক্লাবের রাজু বাসফোরকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করতে বাধ্য হন। উল্লেখ্য, রামকৃষ্ণ ক্লাবের একাধিক গোলমুখী আক্রমণ বীরেন্দ্র ক্লাবের গোলরক্ষক অভিজিৎ দেবনাথ দারুণভাবে রুখে গোল বাঁচানোর পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচের প্রাইজ মানিও জিতে নেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, আদিত্য দেববর্মা, বিপ্লব সিংহ ও তাপস দেবনাথ।
2022-12-14

