ফিরোজাবাদে পথ দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে গভীর দুঃখ প্রকাশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর

লখনও, ১৪ ডিসেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের আত্মার শান্তি কামনা করে মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার ভোররাতে ফিরোজাবাদে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২২ জন। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের আধিকারিকদের অবিলম্বে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার জন্য আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন।