সমাজকল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ বুধবার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠক৷ বৈঠকে পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা৷ দপ্তরের মাধ্যমে চলা বিভিন্ন প্রকল্প গুলির সঠিক বস্তাবায়নের উপর এদিনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ মূলত দপ্তরের অধীনে চলা প্রকল্প গুলির বাস্তবায়নে কি ধরনের সমস্যা হচ্ছে এবং তা নিরসন করে মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়৷ এদিনের পর্যালোচনা বৈঠকে অংশ নেন সিডিপিও, সুপার ভাইজার সহ অন্যান্যরা৷ প্রকল্প গুলি যাতে সময়ের মধ্যে বাস্তবায়ন ঘটানো যায় তার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী শান্তনা চাকমা৷ উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা স্মিতা মল এম এস সহ অন্যান্য আধিকারিকেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *