বাজারিছড়া (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : গাড়িতে ‘অন ডিউটি এনএইচ ৫৪’ (জাতীয় সড়ক ৫৪ নির্মাণে কর্তব্যরত)-এর স্টিকার সেঁটে প্রায় ২০ কোটি টাকার মাদকদ্রব্য পাচার করতে গিয়ে পুলিশের জালে পড়েছে দুই পাচারকারী। গ্রেফতারকৃতদের কবীর আহমেদ এবং গপেন্দ্র দাস বলে শনাক্ত করা হয়েছে। উভয়ের বাড়ি উত্তর ত্রিপুরায়। ধৃতদের করিমগঞ্জের (অসম) বিচাবিভাগীয় আদালতে পেশ করা হলে উভয়কে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি।
প্রাপ্ত খবরে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যারাতে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশের এক দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ড্রাগস বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যারাতে বাজারিছড়া থানার অন্তর্গত মিজোরামের সীমান্তবর্তী নাগ্রা এলাকায় পরিচালিত অভিযানে এই সাফল্য লাভ করেছে জেলা পুলিশ।
করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পার্থপ্রতিম দাস এই খবর দিয়ে জানান, মিজোরামের চাম্পাই জেলা থেকে বলেরো গাড়িতে জাতীয় সড়ক নির্মাণ সংস্থার একটি স্টিকার সেঁটে ড্রাগসগুলি নিয়ে পাচার চক্রটির অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের রাঙামাটি হয়ে পাথারকান্দির আসিমগঞ্জে পৌঁছানোর কথা ছিল।
এএসপি দাস জানান, বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাগ্রার কণ্টেকছড়া-কনকপুর রাস্তায় পুলিশ নাকা চেকিং গড়ে ড্রাগস পাচারকারীদের ধরতে ওৎ পেতে বসে। প্রত্যা়শা মতো সন্ধ্যার পর ওই পথে এআর ০১ ডি ৫৯৯৬ নম্বরের একটি বলেরো নাকা পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িকে দাঁড় করিয়ে তালাশি চালান। তালাশিতে গাড়ির ভেতরে কৌশলে তৈরি কয়েকটি গোপন খোপ থেকে ১৩১টি সাবানের বাক্সে মোট ২.১ কিলোগ্রাম হেরোইন এবং ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদক সামগ্রীগুলির আন্তর্জাতিক বাজারমূল্যর কংপক্ষে ২০ কোটি টাকা হবে।
মাদক পাচারের অভিযোগে পুলিশ গাড়ির চালক কবীর আহমেদ এবং আরোহী গপেন্দ্র দাসকে আটক করে। ধৃত কবীরের বাড়ি উত্তর ত্রিপুরার কদমতলায় এবং গপেন্দ্র দাসের বাড়ি ধর্মনগরে। এএসপি পার্থপ্রতিম জানান, পুলিশের প্রাথমিক জেরায় ধৃতরা বয়ান দিয়েছে, নেশা সামগ্রীগুলি পাথারকান্দির আসিমগঞ্জ থেকে সোনাতোলা হয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
তিনি জানান, পরীক্ষা করে দেখা গেছে, ‘অন ডিউটি এনএইচ ৫৪’-এর স্টিকারটি ভুয়ো। রাতভর ধৃতদের বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার করিমগঞ্জের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাদের হয় জেল হাজতে পাঠানো হয়েছে।

