গুয়াহাটি, ১৪ ডিসেম্বর (হি.স.) : ২০ কোটি টাকার কাদা নিষ্কাশন কেলংকারির সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার গুয়াহাটি পুরনিগম (জিএমসি)-এর তিন আধিকারিকের জামিন মঞ্জুর করেছে গৌহাটি হাইকোর্ট। আজ বুধবার তাঁদের আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জামিন মঞ্জুর করেছেন।
জামিন প্রাপ্ত তিন অভিযুক্তরা যথাক্রমে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) বাবুল শর্মা, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন দত্ত এবং এলেন বেগম।
গত ২ ডিসেম্বর গুয়াহাটিতে কাদা উত্তোলন কেলেংকারির মূল অভিযুক্তদের একজন ঠিকাদার মিঠু আগরওয়ালাকে অসমের মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেল বিহারের সুপলে আটক করেছিল। ভুয়ো বিল জমা দিয়ে জিএমসি তহবিল লুট কেলেংকারি তদন্তে নেমে আগরওয়ালার নাম ওঠে আসে। এর পর সিএম ভিজিল্যান্স সেল পলাতক আগরওয়ালার বিরুদ্ধে গত ২২ নভেম্বর লুকআউট নোটিশ জারি করেছিল।
প্রসঙ্গত, এখন পর্যন্ত অসমের সিএম ভিজিল্যান্স সেল জিএমসির বিশাল কেলেংকারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে। তবে গত নভেম্বরে জিএমসির একজন হিসাবরক্ষক অভিমন্যু মেধিকেও আদালত জামিন দিয়েছিল। তিনি ছিলেন ওই কেলেংকারির মূল অভিযুক্ত।