দিল্লির হাওয়ায় উন্নতি, বাতাসের গুণমান অনেকটাই স্বাস্থ্যকর

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দিল্লি-এনসিআর-এর মানুষজন। কিছু দিন অস্বাস্থ্যকর থাকার পর বুধবার স্বাস্থ্যকর হয়ে উঠল দিল্লির হাওয়া। দিল্লির আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে এদিন। দূষণ মোটের ওপর কমই ছিল, ধোঁয়াশাও তেমন ছিল না।

বুধবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান (এয়ার কোয়ালিটি ইন্ডেক্স) ছিল ১৩৩, যা মোটামুটি পর্যায়ের মধ্যে পড়ে। দূষণ ও ধোঁয়াশা সেভাবে ছিল না। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরোনো কোনও ব্যক্তিই শ্বাসকষ্টের অনুভব করেনি। শীতের শিরশিরানীও এদিন ছিল দিল্লিতে। তাপমাত্রার পারদ নীচের দিকেই ছিল।