ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। গুয়াহাটিতে অনুষ্টিত হবে তৃতীয় জাতীয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ । ২৭- ২৯ শে জানুয়ারি হবে আসর। ওই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ত্রিপুরা। ত্রিপুরা দল গঠন করার জন্য ১৭ ডিসেম্বর শনিবার হবে নির্বাচনী শিবির। এন এস আরসিসি যোগা হলে ওই দিন সকাল ১১ টায় শুরু হবে শিবির। ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে। সংস্থার সচিব সমীর সাহা এ খবর জানিয়েছেন।
2022-12-14