ধুবড়ি (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : অসমের ধুবড়ি জেলার সোনাখুলি গ্রামের অপহৃত যুবককে পশ্চিমবঙ্গের নিশিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার মোফাজ্জুল শেখকে অপহরণ করা হয়েছিল। মোফাজ্জুল পেশায় একজন গাড়িচালক।
অভিযোগের ভিত্তিতে ধুবড়ি পুলিশ জানিয়েছে, তিন দিন আগে গাড়ি চালানোর কথা বলে মোফাজ্জুল শেখকে অজ্ঞাতপরিচয় কোনও এক অপহরণকারী গ্যাঙ তাকে অপহরণ কারেছিল। অপহরণের একদিন পর থেকে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে দাবি করে তিন লক্ষ টাকা। দাবি মতো টাকা দেওয়া হচ্ছে না দেখে, গতকাল মোফাজ্জুলকে গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত একটি ভিডিও তার পরিবারের কাছে পাঠায় অপহরণকারী। এর পর গতকাল গোটা ঘটনা ধুবড়ির পুলিশ সুপার অপর্ণা নটরাজকে জানান মোফাজ্জুলের বাড়ির মানুষ। পুলিশ সুপার নটরাজনের তাৎক্ষণিক পদক্ষেপে গতকাল রাতের দিকে অপহৃত যুবককে পশ্চিমবঙ্গের নিশিগঞ্জ থেকে উদ্ধার করা হয়।

