শিলঙের রাস্তায় খাসি উপজাতি পরম্পরাগত ঢোল বাজালেন তৃণমূল-প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিলং, ১৩ ডিসেম্বর (হি.স.) : অসম-মেঘালয় সীমান্তগ্রামে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের নিকট-আত্মীয়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে যাচ্ছিলেন স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে যোগদান করতে। আচমকাই গাড়ি থেকে নেমে মিশে যান তাঁকে অভ্যর্থনা জানাতে প্রদর্শনকারী খাসি সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গে। গলায় ঝুলিয়ে নেন ঢোলক। সাংস্কৃতিক দলের পরিবেশিত খাসি উপজাতি গানের সঙ্গে তিনি পরম্পরাগত ঢোলকে কাঠি মারতে থাকেন। তিনি তৃণমূল-প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংস্কৃতিক দলের পরিবেশন দেখতে জমায়েত হয়েছিল ভিড়। মুখ্যমন্ত্রী মমতা ভিড়ে জমায়েত কয়েকজন মানুষের সঙ্গে কিছু কথাবার্তাও করেছেন। বিনিময় করেছেন প্রাক-ক্রিসমাস কুশল বিনিময়। এর পর সেখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় প্রদেশ তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুইয়াঁ, মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা, তৃণমূলের প্রদেশ সভাপতি চার্লস পাইনগ্রোপ।

প্রসঙ্গত, আসন্ন রাজ্য বিধানসভার আগে দলের ভিত মজবুত করতে দুদিনের সফরে গতকাল সোমবার বিকেলে শিলং এসেছেন তৃণমৃল-প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।