ইটানগর, ১৩ ডিসেম্বর (হি. স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত পাসীঘাটের তালোম রুকবো নগরের দোনি-পোলো বিদ্যা নিকেতনে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের নায়কদের সঙ্গে অরুণাচল প্রদেশের শহীদ বীরদের সম্পর্কিত সিরিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন । এই অনুষ্ঠানে, সংঘের সর্বভারতীয় কার্যনির্বাহী সদস্য বি. ভাগাইয়া এবং অরুণাচল প্রদেশ প্রান্ত কার্যবাহ নিদো সাকতেরও উপস্থিত ছিলেন।
ভারতীয় সেনাদের বীরত্বের গল্পের সংকলন এই প্রদর্শনী। এগুলো সংকলন করেছেন গ্রুপ ক্যাপ্টেন মোহন্তো পাংগিং পাও ভিএম (অব.)। এই যুদ্ধে বহু সৈনিক শহীদ হন। সোমবার উদ্বোধন হওয়া এই প্রদর্শনীতে পৌঁছে, কেউ পরমবীর চক্র, মহাবীর চক্র এবং বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের সম্পর্কে জানতে পারবেন। অনেক অজানা হিরোদেরও প্রদর্শনীতে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও, অরুণাচলের সেই বীরদের সম্পর্কেও তথ্য পাওয়া যায় যারা জম্মু ও কাশ্মীরে দেশবিরোধীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন শহীদ হয়েছেন এবং অশোক চক্র, কীর্তি চক্র, সেনা পদক ইত্যাদির মতো বীরত্বের পুরস্কারে ভূষিত হয়েছেন। সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত সোমবার থেকে চার দিনের সফরে পাসীঘাটে পৌঁছেছেন।

