নাসাউ ( বাহামা ), ১৩ ডিসেম্বর (হি. স.) : ধসে পড়া ক্রিপ্টোকারেন্সি একচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রাইড বাহামা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার আদালতে তাকে বিচারকের সামনে হাজির করারয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ক্যারিবিয়ান দেশটির কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, অর্থ সংক্রান্ত অভিযোগে ব্যাংকম্যান গ্রেফতার হয়েছেন। তিনি আমেরিকা ও বাহামার আইন ভেঙেছেন।আমেরিকায় এফটিএক্সের নাম দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হয়। যার ফলে অনেক গ্রাহকই তাদের অর্থ তুলে নিতে পারছেন না।
এটি এখনও স্পষ্ট নয় যে, কতসংখ্যক লোক তাদের অর্থ ফেরত পাবে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, অর্থের সামান্য ভগ্নাংশই ফেরত পাওয়া যাবে।
বাহামাসের অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেছেন, ব্যাংকম্যান-ফ্রাইডকে আমাদের দেশের আইন অনুযায়ী আটক রাখা হবে।–

