নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): তাইওয়ানের দিকে চিনের নজর রয়েছে বলে মনে করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শশী থারুর বলেছেন, তাওয়াং-এর দিকে নজর রয়েছে চিনের, তাই কোনও সন্দেহ নেই। তাই সতর্ক থাকতে হবে আমাদের।
কংগ্রেস সাংসদ শশী থারুর আরও বলেছেন, আমি মনে করি আমাদের সেনাবাহিনী সেদিন যা করেছে তাতে সারা দেশের সমর্থন রয়েছে। আমি প্রতিরক্ষা মন্ত্রককে বলেছে, সেনাবাহিনীর বিশ্বকে বুঝিয়ে দেওয়া উচিত যে ভারত এক ও ঐক্যবদ্ধ। এ বিষয়ে প্রতিটি দলের প্রতিটি সদস্য সেনাবাহিনীর পাশে রয়েছে।

