উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে ভারত : অমিতাভ কান্ত

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): ভারতের পৌরহিত্যে মঙ্গলবার জি-২০-র দু”টি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে মুম্বই ও বেঙ্গালুরুতে। মুম্বইয়ে জি-২০ উন্নয়ন কর্মগোষ্ঠীর বৈঠক হয়েছে। এদিন ভারতে জি-২০ সম্মেলনের শেরপা অমিতাভ কান্ত বলেছেন, গোটা বিশ্ব যখন সংকটের সম্মুখীন, সেই সময় জি-২০ সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। এই পরিস্থিতিতে ভারত উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।

অন্যদিকে, বেঙ্গালুরুতে এদিন প্রথম জি-২০ অর্থনৈতিক ও কেন্দ্রীয় ব্যাঙ্কের উপপ্রধানদের বৈঠক বসে। ভারতের সভাপতিত্বে যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিন দিনের এই আলোচনায় বিভিন্ন বিষয়ে হবে আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *