রাজ্য জুনিয়র টেনিস সম্পন্ন

সৃজন ও অভিশিক্তা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।।

সেরা হলো সৃজন পুরকায়স্থ এবং অভিশিক্তা চৌধুরি। রাজ্য জুনিয়র স্টেট টেনিস চ্যাম্পিয়ানশিপে। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রবিবার সকালে হয় আসর। বালক বালিকা উভয় বিভাগে রাজ্যের উদীয়মান খেলোয়াড়রা আসরে অংশগ্রহণ করেছে। সকালে থেকেই চিফ রেফারী অরূপ রতন সাহার তত্বাবধানে ম্যাচ গুলি শুরু হয়।

 বালিকা বিভাগে অভিশিক্তা চৌধুরী ২-‌০ (‌৬ – ২ , ৬ – ৩)‌ সেটে দিয়া দেববর্মা কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

 বালক বিভাগে সেমিফাইনাল ম্যাচে সৃজন পুরকায়স্থ ২-‌০ (‌৬ – ০ , ৭ – ৫)‌ সেটে রামগোপাল দেবনাথ এবং অপর আরেকটি সেমিফাইনাল ম্যাচে সপ্ততনু ঘোষ ২-‌০ (‌৬ – ১ , ৬ – ১)‌ সেটে প্রনিল ঘোষকে হারিয়ে ফাইনালে উঠে।

 ফাইনাল ম্যাচে সৃজন পুরকায়স্থ ২-‌০ (‌৬ – ৪ , ৬ – ৩)‌ সেটে সপ্ততনু ঘোষ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

বিকালে ফাইনাল শেষে বিজয়ী খেলোয়াড়দের হতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এর সহ সভাপতি প্রণব চৌধুরী, সাধারণ সম্পাদক সুজিত রায়, কোষাধ্যক্ষ বিধান রায় , দুই যুগ্ম সম্পাদক তড়িৎ রায়, অরূপ রতন সাহা, এক্সিকিউটিভ মেম্বার মৃন্ময় সেনগুপ্ত , কোচ চিন্ময় দেববর্মা সহ অন্যান্য কর্মকর্তাগণ।

 পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাধারণ সম্পাদক সুজিত রায় মহাশয় চিফ রেফারী,কোচ সহ সমস্ত প্রতিযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও আগামী দিনে খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।