২১ ডিসেম্বর কাঁথি আসতে পারেন যোগী আদিত্যনাথ

কাঁথি, ১০ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২১ ডিসেম্বর কাঁথিতে আসতে পারেন। রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে ২১ ডিসেম্বর কাঁথিতে বিজেপির একটি জনসভার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই জনসভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এ ব্যাপারে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব তৎপরতা শুরু করে দিয়েছেন।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শনিবার শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি জনসভায করেছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা বিজেপি কাঁথিতে জনসভার আয়োজন করেছে।

কাঁথির জনসভায় যোগী আদিত্যনাথের অংশগ্রহণের প্রশ্নে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস দলাই বলেছেন, ২১ ডিসেম্বর কাঁথি রেলওয়ে গ্রাউন্ডের বড় মাঠে একটি জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে আসতে চাইছেন বিজেপি কর্মী-সমর্থকরা। কর্মীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে যোগী আদিত্যনাথকে এই জনসভায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুসারে, রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাঁর জনসভা করতে চেয়েছিলেন একই মাঠে যেখানে তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর জনসভা করেছিলেন। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় রেলের মাঠে জনসভা করার প্রস্তুতি শুরু করেছে বিজেপি ব্রিগেড। শুভেন্দুর ঘনিষ্ঠ এক নেতার মতে, “দাদা (শুভেন্দু) অভিষেককে নেতা হিসেবে মনে করেন না। ২১শে ডিসেম্বর আমরা তা প্রমাণ করব। তিনি যে সংখ্যক লোক মাঠে দেখিয়েছেন তার চেয়ে বেশি লোক আমাদের সমাবেশে আসবে। ইতিমধ্যেই সাংগঠনিক পর্যায়ে শুরু হয়েছে সভার প্রস্তুতি।