ধলাই (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : ড্রাগস-বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। শুক্রবার রাতে কাছাড় জেলার ধলাই থানা এলাকায় স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ২ লক্ষ ইয়াবা ট্যাবলেট। মাদক দ্রব্য পাচারের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
আজ শনিবার কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দিয়ে জানান, মিজোরামে চাম্পাই থেকে আগত এএস ২৫ বিসি ১৫৮২ নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে এই বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য ৫০ কোটি টাকার অধিক। পুলিশ সুপার জানান, মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে পাঁচ মাদক কারবারিকে। তারা যথাক্রমে কামরূপ (গ্রামীণ) জেলার বকো এলাকার জনৈক চন্দন দালু, মেধিরাজ হাজং, রাজদীপ পাল, মেঘালয়ের ওয়েস্ট গারোহিলসের বাহদুহ ওয়ার্বালং এবং করিমগঞ্জের সুমন সরকার।
পুলিশ সুপার মাহাতো জানান, ইয়াবা সমেত লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে মাদক ট্যাবেলটগুলি সমঝে নেওয়ার জন্য করিমগঞ্জে থেকে আল্টো কার নিয়ে আগত সুমন সরকার নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে আল্টো কারও। ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

