নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): নতুন দিল্লিতে দু”দিনের পকসো জাতীয় সম্মেলন শনিবার থেকে শুরু হয়েছে। শনিবার এই সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন নিজের ভাষণে বলেছেন, দেশে এক হাজারেরও বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছে। এর মধ্যে ৩০০-র বেশি পকসো আদালত গঠন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি এদিন বলেছেন, শিশুদের যৌন নির্যাতনের হাত থেকে বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।