BRAKING NEWS

দশ দফা দাবী আদায়ে পথসভা পেনশনার্স এসোসিয়েশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷  নয়া পেনশন আইন বাতিল করে পূবের ন্যায় ডিফাইন বেনিফিট পেনশন চালু করা, ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বেকায়াসহ পেনশন প্রদান করা  সহ ১০ দফা দাবি জানিয়ে অবসরপ্রাপ্ত কমীরা এক পথ সভার আয়োজন করে৷ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পথ সভার আয়োজন করেছে৷শনিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমূহনী এলাকায় এই পথ সভা সংগঠিত হয়৷
ওই পথ সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র বনিক সহ অন্যান্য সদস্যারা৷এদিন সভায় দাবি গুলি তিনি   সাংবাদিকদের মুখমুখি হয়ে তুলে ধরেন৷ তিনি জানান, নয়া পেনশন আইন বাতিল করে পূর্বের ন্যায় ডিফাইন বেনিফিট পেনশন চালু করা,  ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বেকায়াসহ পেনশন প্রদান করা ও কেন্দ্রীয় সরকার ন্যায় মাসিক ৯হাজার  টাকা নূন্যতম পেনশন প্রদান করা, বেকায়া ৩০ শতাংশ  মহার্ঘ রিলিফ অবিলম্বে মঞ্জুর করা, গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমে পেনশন প্রদান করা, সারা রাজ্যে পবিশ্রুত পানীয় জল সরবরাহ করা ইত্যাদি৷ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৩৮ শতাংশ মহার্ঘ ভাতার মধ্যে মাত্র ৮ শতাংশ পেয়েছে৷ আসন্ন নিবাচনের আগে মহাঘ্য ভাতা মিটিয়ে দেওয়া না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারী দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *