নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): মানবাধিকার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষ্যে শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেছেন রাষ্ট্রপতি। এ বছর মানবাধিকার দিবসের থিম হল-সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় প্রতিষ্ঠা।
রাষ্ট্রপতি এদিন নিজের ভাষণে বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশন স্থাপনাকাল থেকেই উল্লেখযোগ্য কাজ করে চলেছে। রাষ্ট্রপতি বলেছেন, কোভিড অতিমারীর সময় উল্লেখযোগ্য কাজ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তিনি বলেন, কমিশন মানবাধিকার রক্ষার পাশাপাশি প্রশংসনীয় কাজ করেছে। মানবাধিকারের জন্য বিভিন্ন বৈশ্বিক ফোরামেও অংশগ্রহণ করেছে। রাষ্ট্রপতি মুর্মু বলেন, ভারত গর্বিত যে জাতীয় মানবাধিকারের কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, চ্যালেঞ্জগুলি বিশাল এবং মানবাধিকারের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে বাধ্য করছে, তাই বিশ্বকে এখন ন্যায়বিচারের পরিবেশগত মাত্রা বিবেচনা করতে হবে।