পঞ্জাবের তরণ তারণ থানায় মৃদু তীব্রতার বিস্ফোরণ, আরপিজি হামলা বলে সন্দেহ

তরণ তারণ, ১০ ডিসেম্বর (হি.স.): মৃদু তীব্রতার বিস্ফোরণে কেঁপে উঠল পঞ্জাবের তরণতারণ থানা। পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে কোনও জঙ্গি সংগঠনের রকেট হামলার জেরেই এই ঘটনা। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। জঙ্গিদের খোঁজে শনিবার ভোররাত থেকে এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান।

উত্তর পঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী এই জেলায় খলিস্তানপন্থী সংগঠনগুলির তৎপরতার কিছু দিন ধরেই বাড়ছিল। সীমান্তের ওপার থেকে পাক ড্রোনে আনা একে সিরিজের রাইফেল, বিস্ফোরক এবং জাল টাকা উদ্ধারও হয়েছে কয়েক বার। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, হামলাকারীরা ড্রোনের সাহায্যেই পাকিস্তান থেকে আরপিজিএল (রকেট প্রপেল্‌ড গ্রেনেড লঞ্চার) এনেছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি আরপিজি হামলা। ঘটনাস্থলে পৌঁছেছেন পঞ্জাবের ডিজিপিও।