শিমলা, ১০ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের সবচেয়ে স্থিতিশীল সরকার থাকবে হিমাচল প্রদেশে। দাবি করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দাবিদারদের মধ্যে একজন সুখবিন্দর সিং সুখু।
শনিবার তিনি বলেছেন, “হিমাচল প্রদেশে কংগ্রেসের সবচেয়ে স্থিতিশীল সরকার থাকবে। ৪০ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং ৩ জন বিধায়ক তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ৪৩ জন বিধায়ক। কেউ কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হবে না, কিন্তু বিজেপি থেকে হবে। আগামী দিনে ৬-৭ জন বিজেপি বিধায়ক কংগ্রেসে আসতে পারেন।”
কে হতে চলেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা চলছে। এ বিষয়ে এস এস সুখু বলেছেন, আমরা সবাই তাঁর (হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং) উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কংগ্রেস দল সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে এগিয়ে চলেছে। আমরা সবাই কংগ্রেস দলের প্রতিনিধিত্ব করছি।