নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লির হাওয়া ফের খারাপ হয়ে উঠল। শনিবার সকালে অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল দিল্লির বাতাস। দিল্লির পাশাপাশি এদিন সকালে বায়ুদূষণে নাজেহাল হয়েছে হরিয়ানার গুরুগ্রাম ও উত্তর প্রদেশের নয়ডাও।
শীতের শিরশিরানির মধ্যেই শনিবার সকালে দিল্লির বাতাস ছিল অস্বাস্থ্যকর! এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩১৬, যা খারাপ পর্যায়েই পড়ে। আবার গুরুগ্রাম এয়ার কোয়ালিটি ছিল ৩১৬ এবং নয়ডাতে বাতাসের গুনগতমাম ছিল ৪৭৮। সবথেকে বেশি অস্বাস্থ্যকর আবহাওয়া ছিল নয়ডাতেই। দূষণ বাড়লেও দিল্লি-সহ উত্তর ভারতে এদিন সকালেও নীচের দিকেই ছিল তাপমাত্রা।

