আগরতলা, ১০ ডিসেম্বর (হি. স.) : ১০০ বছর ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখেছিলেন কমিউনিস্টরা, উন্নত ভবিষ্যতের জন্য চাই মোদি। আজ ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত দক্ষিণ সোনাইছড়িতে ভারতীয় জনতা পার্টির জন সভায় দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
তাঁর কথায়, ভাবী প্রজন্মের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যতের জন্য মোদীই একমাত্র আস্থা। যাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে, তাঁরাই মানুষকে নিশ্চিত ভবিষ্যতের অসার স্বপ্ন দেখিয়ে বিভ্রান্ত করছে। কমিউনিস্টদের নিশানা করা বলেন তিনি। এদিকে, আজ বিভিন্ন দল থেকে নবাগতদের দলীয় পতাকা হাতে স্বাগত জানান বিপ্লব কুমার দেব।
এদিন দক্ষিণ জেলায় দুটি কর্মসূচিতে যোগ দেন তিনি। তার আগে ঋষ্যমুখস্থিত জয়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকারের মায়ের নামাঙ্কিত লীলাবতী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনিl ছাত্র ছাত্রীদের কল্যানে সদ্য গঠিত ট্রাস্টের সূচনা পর্বে কার্য-সম্পাদনের জন্য প্রাথমিক ভাবে নিজের মাইনে থেকে এক লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীl অভিভাবকের স্মৃতির প্রতি সম্মাননা স্বরূপ এই প্রয়াসের প্রশংসা করেন তিনিl এদিন সাতজন ছাত্র ছাত্রীকে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোনাইছড়ির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, অতি আত্মবিশ্বাসী পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ কমিউনিস্টরা ১০০ বছর ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন ফেরি করতেন। ত্রিপুরায় কংগ্রেস দীর্ঘদিন যাবদ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েও ব্যর্থ হয়েছে। কিন্তু ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিশা নির্দেশনায় শুন্য থেকে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার প্রতিষ্ঠা করেছে। যার ফলে ত্রিপুরায় উদিত মুক্তির সূর্যের আলোকে বহুমুখী উন্নয়ন রূপয়িত হচ্ছে। একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মান সম্ভব, জোর গলায় বলেন তিনি।
বামেদের নিশানা করে এদিন তিনি বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে সন্ত্রাসের আশ্রয়ে কলঙ্কিত করে রাখা হয়েছিল দক্ষিণ জেলা সহ ত্রিপুরার বিভিন্ন অঞ্চলকে। কিন্ত বর্তমানে স্পেশাল ইকোনোমিক জোন, মৈত্রী সেতু সহ একাধিক উন্নয়ন যজ্ঞ রূপায়নের ফলে মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে। ভবিষ্যতে এক নিশ্চিত দিশা মেলায় হাসি ফুটেছে মানুষের মুখে।
তাঁর দাবি, প্রতিশ্রুতি অনুসারে সামাজিক ভাতা ২০০০ টাকা, সহায়ক মূল্যে ধান ক্রয় সহ একগুচ্ছ ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের পাশাপাশি সর্বত্র সামগ্রিক বিকাশ প্রতিফলিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, পূর্বে ত্রিপুরার মানুষকে মিছিল মিটিংয়ে ব্যস্ত করে রাখা হতো। কিন্তু বর্তমান ত্রিপুরা সরকার বা শাসক দল মানুষকে তার কাজের সুযোগ সম্প্রসারণে অধিক আগ্রহী। মানুষের বিশ্বাসকে ব্যবহার করে রাজনীতি করেনা বিজেপিl এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি তথা বিধায়ক সংঙ্কর রায় প্রমুখ lতার আগে এদিন ঋষ্যমুখস্থিত জয়পুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেব বলেন, ছাত্র ছাত্রীদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে গুনগত শিক্ষা প্রদানে জাতীয় মানের এনসিইআরটি পাঠ্যক্রম লাগু সহ গুচ্ছ পদক্ষেপ কার্যকরী হয়েছে। কিন্তু বিগত দিনে শিক্ষায় রাজনীতিকরণের অপপ্রয়াস হয়েছে। তাঁর মতে, সমস্ত প্রতিবন্ধকতাকে পরাস্ত করে, অপ্রতিরোদ্ধ মানসিকতায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়াই সাফল্যের অন্যতম চাবিকাঠিl এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, শিক্ষা দপ্তরের আধিকারিকগন সহ রাজ্যের বেশ কয়েক বিশিষ্ট সাংবাদিক।