বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়নের হ্যাটট্রিক ‘রিস্ক’ টিমের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। টানা তিনবারের চ্যাম্পিয়ন ‘রিস্ক’ টিম। বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট এবারও ‘রিস্ক’ টিম চ্যাম্পিয়ন হয়েছে। পরপর তিনবার মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে রিস্ক টিম চ্যাম্পিয়নের হ্যাটট্রিক করে নিয়েছে। শনিবারে দ্বাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেটের ফাইনালে প্রতিপক্ষ নিউজ ভ্যানগার্ডকে চার উইকেট হারিয়ে রিস্ক টিম চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। এর আগে প্রথম সেমিফাইনালে রিস্ক টিম ২৩ রানের ব্যবধানে রাইজিং ত্রিপুরা-কে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে নিউজ ভ্যানগার্ড ২৮ রানের ব্যবধানে হার্ডওয়ার্কিং জার্নালিস্ট-এ দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছিল।
স্থানীয় আস্তাবলে স্বামী বিবেকানন্দ ময়দানে ১১টি মিডিয়া ক্রিকেট দলকে নিয়ে আয়োজিত বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে সাংবাদিক, চিত্রসাংবাদিক, ক্রীড়া সাংবাদিক তথা মিডিয়া জগতে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছিল সেটাই মুখ্যত আয়োজকদের অন্যতম প্রাপ্তি বলা যেতে পারে। অন্তত পক্ষে একটা দিনের জন্য কলম ও ক্যামেরাকে সাইডে সরিয়ে রেখে প্রখ্যাত পেশাদার ফটোগ্রাফার বুদ্ধ গুপ্তের স্মৃতিতে একদিন মাঠে ক্রিকেট খেলার আয়োজনে নিজেকে জড়িয়ে নেয়ার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং উপভোগ্য আনন্দটাই আলাদা।
দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতায় নিয়োজিত মনিময় রায়, দেবব্রত চক্রবর্তী এবং অরিন্দম চক্রবর্তীকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ফাইনাল ম্যাচের শেষে বিকেলে মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের সুদৃশ্য ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা টুর্নামেন্টৈর ট্রফি ও প্রাইজমানি পান বাপন দাস। বাপন দাসের এটি টানা দ্বিতীয়বারের ম্যান অফ দ্যা টুর্নামেন্টের পুরস্কার। ম্যান অফ দা ফাইনাল ম্যাচের পুরস্কার পেয়েছেন সুব্রত দেবনাথ। এছাড়া, সেরা ফিল্ডার তাপস দেব, সেরা ব্যাটসম্যান মেঘধন দেব এবং সেরা বোলার বিশ্বজিৎ দেবনাথকেও পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, বিশ্বজিতের পক্ষেও এটি টানা দ্বিতীয়বার সেরা বোলারের পুরস্কার।
স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি তথা সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি ও স্পোর্টস এডিটর সরযূ চক্রবর্তী এবং টেকনিকাল ডিরেক্টর তথা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনাথকেও সংবর্ধনা জানানো হয়। আম্পায়ার সুকান্ত সাহা, বাপন হোসেন, সবুজ খান ও মোহাম্মদ আলাউদ্দিনকে পদকে সম্মানিত করা হয়।