পরিষদীয় দলনেতা নির্বাচিত ভূপেন্দ্র প্যাটেল, ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে নেবেন শপথ

গান্ধীনগর, ১০ ডিসেম্বর (হি.স.): গুজরাটে বিজেপির নবনির্বাচিত বিধায়করা শনিবার নিজেদের নেতা নির্বাচন করেছেন। সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। বৈঠকের পর জানিয়েছেন বিজেপি বিধায়ক হর্ষ সাংভি। গান্ধীনগরে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক বিজেপির প্রবীণ নেতা রাজনাথ সিং, বি এস ইয়েদুরাপ্পা ও অর্জুন মুণ্ডা।

নিজেদের নেতা নির্বাচন করতে শনিবার সকালে গান্ধীনগরের বিজেপি কার্যালয়ে বৈঠকে বসেন নবনির্বাচিত বিজেপি বিধায়করা। বৈঠকে ভূপেন্দ্র প্যাটেলের নাম প্রস্তাব করেন কানু দেশাই। সমর্থন জানান মনিশা বেন ওয়াকিল ও রমন পাটকর শঙ্কর। এর মাধ্যেমেই পরিষদীয় দলনেতা নির্বাচিত হন ভূপেন্দ্র প্যাটেল। আগামী সোমবার, ১২ ডিসেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন।