দুই ম্যাচের জন্য রঞ্জি দল ঘোষিত নেতৃত্বে ঋদ্ধিমান-ই, ডেপুটি রজত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।। রাজ্য রঞ্জি দল ঘোষিত। নেতৃত্বে ঋদ্ধিমান-ই। ভাইস ক্যাপ্টেন এর ভূমিকায় রয়েছেন রজত দে। ২০ সদস্য বিশিষ্ট রাজ্য রঞ্জি

দল ঘোষণা করা হয়েছে। যদিও প্রথম দুটি ম্যাচের জন্য। সঙ্গে অবশ্যই সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন আরো ৯ জন। ত্রিপুরা দলের প্রথম ম্যাচ ১৩ থেকে ১৬ ডিসেম্বর, এখানকার এমবিবি স্টেডিয়ামে। প্রতিপক্ষ গুজরাট। দ্বিতীয় ম্যাচ ২০ থেকে ২৩ ডিসেম্বর বিধর্ভের বিরুদ্ধে। নাগপুরে বিধর্ভ ক্রিকেট একাডেমী স্টেডিয়ামে। কদিন আগে দিল্লিতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফিতে ত্রিপুরা দলের পারফরমেন্স দেখে অনেকেই রঞ্জি দল নিয়ে ভাবান্বিত ছিলেন। কার্যত দেখা গেছে বিজয় হাজারে ট্রফিতে খেলে আসা ত্রিপুরা দলের একটু আধটু পরিবর্তন করে রাজ্য রঞ্জি দল সাজানো হয়েছে। সাফল্যকে লক্ষ্য রেখেই এই দল গঠন করা হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। নির্বাচক কমিটির সদস্যদের সর্বসম্মতি এবং সুপারিশক্রমে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব তাপস ঘোষ নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষণা করেন। রাজ্য দলটি হলঃ বিশাল ঘোষ, উদিয়ান বোস, বিক্রম কুমার দাস, সুদীপ চ্যাটার্জী, দীপক ক্ষৈত্রী, ঋদ্ধিমান সাহা (অধিনায়ক ও উইকেট রক্ষক), রজত দে (সহ অধিনায়ক), নিরুপম সেন (উইকেট রক্ষক), মনি শংকর মুড়া সিং, রানা দত্ত, অভিজিৎ সরকার, অজয় সরকার, অমিত আলী, শংকর পাল, পারভেজ সুলতান, শ্রীদাম পাল, শুভম ঘোষ, সঞ্জয় মজুমদার, অর্কপ্রভ সিনহা, রিমন সাহা। সাপোর্ট স্টাফ: শুভম রায় টিম ম্যানেজার, ভাস্কর পিল্লাই চিফ কোচ, কিশোর মুহুরী ও দেবব্রত চৌধুরী কোচ, অভিনব শঙ্কর নারায়ণ ট্রেইনার, রবীন্দ্র কুমার ফিজিওথেরাপিস্ট, এ জয়ন্ত অশোক থ্রু ডাউন স্পেশালিস্ট, বিশাল দীক্ষিত মেসিওর, অভিজিৎ চক্রবর্তী ভিডিও এনালিস্ট। উল্লেখ্য নির্বাচিত খেলোয়ার এবং সকল সাপোর্ট স্টাফদের আগামীকাল সকাল সাড়ে দশটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *