ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।। ১২তম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল রাজধানী আগরতলার আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে এবার ১১টি মিডিয়া দল অংশ নিয়েছে। আজ দুপুরে স্যন্দন ভবনে বুদ্ধ গুপ্ত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের লটারি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে নিউজ ভ্যানগার্ড খেলবে হার্ডওয়ার্কিং জার্নালিস্ট-বি দলের বিরুদ্ধে। সকাল ৯টায় আসরের উদ্বোধন হবে। পরে বিকালে ফাইনাল ম্যাচের পর বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হবে। এতে সকল মিডিয়ার সাংবাদিক, চিত্র সাংবাদিক ও ভিডিও এডিটরদের উপস্থিত থাকার জন্য বুদ্ধ গুপ্ত স্মৃতি কমিটির আহ্বায়ক অভিষেক দে আমন্ত্রণ জানিয়েছেন।
2022-12-09

