শিমলা, ৮ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে বিজেপিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেল কংগ্রেস। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৮টি আসনে, একটিতে জয় ও ২৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। নির্দল ৩টি আসনে। ৬৮ আসনের হিমাচলে সরকার গড়ার জন্য দরকার ন্যূনতম ৩৫টি আসন। সেই সংখ্যা এখন কংগ্রেসের হাতে। ইতিমধ্যেই সুরেন্দ্রনগর বিধানসভা আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী রাকেশ কুমার।
গত বারের ফল বলছে, বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। বিরোধী কংগ্রেস পায় ২১টি আসন। সিপিএম পেয়েছিল ১টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছিলেন ২টি আসনে। হিমাচল প্রদেশে গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু, বেলা এগারোটার পর থেকেই বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যায় কংগ্রেস। ৬৮টি আসনের মধ্যে একটিতে জয় ও ২৬টি আসনে বিজেপি এগিয়ে থাকলেও, কংগ্রেস এগিয়ে ৩৮টি আসনে।

