তিপরা মথার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলো বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ তিপরা মথার বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলো বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ৷ তিপরা মথার  সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন দুই জাতি গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টির চক্রান্ত করছেন বলেও অভিযোগ করা হয়েছে৷ মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন  দিল্লিতে গিয়ে মিথ্যাচার শুরু করেছেন বলে গুরুতর অভিযোগ এনেছে বিশ্ব বাঙালি জন্যজাগরণ মঞ্চ৷ তিপরা মথা  সহ কিছু আঞ্চলিক উপজাতিভিত্তিক রাজনৈতিক দল রাজ্যে জাতি বিরোধী রাষ্ট্রবিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ শুরু করেছে বলে অভিযোগ করা হয়েছে৷ মঞ্চের প্রতিষ্ঠাতা নির্মল রুদ্রপাল বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ ধরনের দলগুলিকে রক্তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ এসব নেতারা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে৷ সিপিএম এবং কংগ্রেস দল বাঙালি বিরোধী শক্তিকে অক্সিজেন দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বলেও তারা গুরুতর অভিযোগ করেন৷ নিজেদের ভবিষ্যৎ ও ভূমি সুরক্ষার  তাগিদে সকলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চের নেতা নির্মল রুদ্র পাল৷ তিনি বলেন বর্তমান সরকারের আমলে জনজাতি অংশের মানুষের অধিকার সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মিথ্যাবাদী আখ্যায়িত করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন কল্যাণপুর বাজার কলোনী এবং মাথায় এর গণহত্যার কথা রাজ্যের জনগণ ভুলে যাননি৷ মিথ্যা কথা বলে দুটি জাতি গোষ্ঠীর মধ্যে বিভেদ ও হিংসার পরিবেশ সৃষ্টি করার বিরুদ্ধে সচেতন নাগরিকদের এগিয়ে আসার জন্য মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷