শান্তিরবাজারে মহিলা ক্রিকেট অন্তরার সৌজন্যে ফের জয়ী রেক্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।।জয়ের ধারা অব্যহত রাখলো রেক্স ক্লাব। পর পর দুই ম্যাচে জয় পেয়ে গ্রুপের শীর্ষে রইলো রেক্স ক্লাব। বুধবার অন্তরা দাসের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পায় রেক্স ক্লাব। ১৩৯রানের বড় ব্যবধানে পরাজিত করে  উত্তর তাউখোমা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেট প্রতিযোগিতায়। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের অন্তরা দাস প্রথমে ব্যাট হাতে ৯৩ রান করার পর বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে দলের জয়ের বড় ভূমিকা নেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে রেক্স ক্লাব ৩৫.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। দলের পক্ষে ওপেনার অন্তরা দাস ৬৯ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ৯৩, প্রীয়াঙ্কা দাস ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০, এবং গঙ্গোত্রি ত্রিপুরা ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে রেশ্মি নোয়াতিয়া (‌৪/‌৫৭) এবং অন্ত রাণী নোয়াতিয়া (‌৩/‌৩১) সফল বোলার। জবাবে খেলতে নেমে অন্তরা দাসের (‌৫/‌৫) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় উত্তর তাউখোমা স্কুল।দল সর্বোচ্চ ২৩ রান পায় অতিরিক্ত খাতে। দলের পক্ষে একমাত্র রেশ্মি নোয়াতিয়া ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। আর কেউ দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি।‌‌‌ রেক্স ক্লাবের পক্ষে অন্তরা দাস (‌৫/‌৫),বিজয়ী দাস (‌২/‌১০) এবং প্রীয়াঙ্কা দাস (‌২/‌১৭) সফল বোলার।‌‌‌