ত্রিপুরা-৯৩
সৌরাষ্ট্র-৯২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।।রোমহর্ষকর ম্যাচ । শেষ পর্যন্ত লো স্কোরিং ম্যাচে জয় পেলো ত্রিপুরা। ১ রানে। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতায়। দলের প্রতিটি ক্রিকেটারের সম্মিলিত প্রচেষ্টায় একটি অসম্ভব কাজকেও সম্ভব করা যায়, এর প্রমান বুধবার দেখালো রূমা দাসের মেয়েরা। মাত্র ৯৩ রানের পুজিকে নিয়ে যেভাবে লড়াই করলেন অম্বেষা-রা , তা প্রশংসার দাবি রাখে। দিল্লির এয়ারফোর্স মাঠে এদিন সৌরাষ্ট্রকে ১ রানে পরাজিত করে ত্রিপুরা। রাজ্যদলের গড়া ৯৩ রানের জবাবে সৌরাষ্ট্র ৯২ রান করতে সক্ষম হয়। এদিন জয় পেয়ে মনোবল বাড়িয়ে নিলেন অনামিকা-রা। আজ দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। এদিন সকালে সৌরাষ্ট্রের অধিনায়িকা টসে জয়লাভ করে ত্রিপুরাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। একঝঁাক নতুন মুখ নিয়ে গড়া ত্রিপুরার ব্যাটসম্যান-রা তেমন সুবিধে করতে পারেননি। ব্যাতিক্রম দলনায়িকা অম্বেষা দাস। ত্রিপুরার অধিনায়িকার দাযিত্বশীল ব্যাটিংয়ে রাজ্যদল স্কোর বোর্ডে কিছুটা রান দাড় করতে সক্ষম হয়। অম্বেষা ৪৭ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ রান করে। এছাড়া অশ্মিতা নাথ ৭৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং অনামিকা দাস ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। ত্রিপুরা ৩৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে। সৌরাষ্ট্রের পক্ষে হির্ভা ভি (৬/৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের আটোসাটো বোলিংয়ে শুরু থেকে চাপে পড়ে যায় সৌরাষ্ট্র। এবং ক্রমাগত উইকেট হারাতে থাকে। দলের পতনের মুখে রুখে দাড়ান বল হাতে সফল হওয়া হির্ভা। অপর প্রান্ত ক্রমাগত উইকেট হারাতে থাকে দল। শেষ পর্যন্ত সৌরাষ্ট্র ৪৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয়। বিপক্ষ দলের পক্ষে হির্ভা ১৩০ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ত্রিপুরার পক্ষে রিফু দেববর্মা (২/১৪) এবং পারমিতা চক্রবর্তী (২/২২) সফল বোলার। দুরন্ত ফিল্ডিং করে ত্রিপুরার মেয়েরা বিপক্ষের ৪জন ব্যাটসম্যানকে রান আউট করেছেন। দলের জয়ে খুশি কোচ রূমা দাস এবং নারায়ন দে। দুজনই বিশ্বাস করেন, ওই জয় পরের ম্যাচের আগে দলীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়াবে,

