উদয়পুরে অনূর্ধ্ব ১৩ ক্রিকেট শুরু কেবিআই বি-কে হারালো জামজুরি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।।উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেলো জামজুরি কোচিং সেন্টার। ৯৯ রানের বড় ব্যবধানে পরাজিত করলো কে বি আই সি সি ‘‌বি’ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। কে বি আই মাঠে বুধবার শুরু হয় আসর। তাতে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জামজুরি কোচিং সেন্টার ৩৪.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান করে। দলের পক্ষে সুবীর বৈদ্য ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, প্রসেনজিৎ চন্দ্র দে ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং রাজদ্বীপ দাস ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। কে বি আইয়ের পক্ষে তন্ময় দাস (‌৪/‌২৩) এবং অ্যাঞ্জেল পাল (‌২/‌১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে গঙ্গাজয় জায় (‌২/‌৭) এবং প্রণজিৎ দেবের (‌২/‌১) আটোসাটো বোলিংয়ে মাত্র ৩৮ রানে গুটিয়ে যায় কে বি আই। দল সর্বোচ্চ ১৭ রান পায় অতিরিক্ত খাতে। দলের পক্ষে আন্তরদ্বীপ মজুমদার ১১ রান করে ৯৮ বল খেলে। ‌‌‌‌‌