জর্জিয়ায় জয় পেল ডেমোক্র্যাটরা, শুভেচ্ছা জানালেন বাইডেন

ওয়াশিংটন, ৭ ডিসেম্বর (হি. স.) : জর্জিয়ায় সিনেটর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়াকারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী রাফায়েল ওয়ার্নক। এই জয়ের মাধ্যমে মার্কিন সিনেটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা। এদিকে নির্বাচনে জয় পাওয়ার পর রাফায়েল ওয়ার্নক ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের ফোনালাপের একটি ছবি টুইটারে পোস্ট করেছে হোয়াইট হাউস।

টুইটারের ক্যাপশনে বলা হয়েছে, ‘জর্জিয়ার ভোটাররা আমাদের গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। তারা আল্ট্রা ম্যাগাবাদকে প্রত্যাখ্যান করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ: জনগণ একজন ভালো মানুষকে সিনেটে ফেরত পাঠিয়েছে। ’

মার্কিন সিনেটে মোট ১০০টি আসন রয়েছে। এরমধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে মোট ৫১টি আসন। রিপাবলিকানদের হাতে ৪৯টি। যদি নির্বাচনে উভয় দল সমান সংখ্যক আসন পেত, তাহলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একটি ভোট দিয়ে যেকোনো পক্ষকে জিতিয়ে দিতে পারতেন। তবে জর্জিয়ায় ডেমোক্র্যাটদের এই জয়ের ফলে কমলা হ্যারিসকে সেই কাজটি আর করতে হয়নি।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ থাকার ফলে সহজেই ফেডারেল বিচারপতির মনোনয়নের বিষয়টি অনুমোদন করতে পারবে ডেমোক্র্যাটরা।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *