লীগ ফুটবলে আজ রামকৃষ্ণ – ‌ফ্রেন্ডস 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।ঘুরে দাড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামছে রামকৃষ্ণ ক্লাব এবং ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল দুপুর সোয়া দুইটায় শুরু হবে ম্যাচটি। দুদলই আসরের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিলো। ফলে লিগে ঘুরে দাড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামবে দুই দলই। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে কৌশিক রায়ের রামকৃষ্ণ ক্লাব। দক্ষতা , শক্তি এবং গতি-‌ তিন বিভাগেই‌ ফ্রেন্ডস ইউনিয়নের ফুটবলারদের থেকে এগিয়ে রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। তবে ম্যাচটিকে হালকাভাবে নিলে খেসারত দিতে হবে রামকৃষ্ণ ক্লাবকে। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়।