নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা ভারতের অন্যতম প্রধান অগ্রাধিকার। বললেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার সকালে দিল্লিতে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা/নিরাপত্তা পরিষদের সচিবদের প্রথম ভারত-মধ্য এশিয়া বৈঠক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা/নিরাপত্তা পরিষদের সচিবদের প্রথম ভারত-মধ্য এশিয়া বৈঠকে বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানিয়েছেন। বৈঠকে অজিত দোভাল বলেছেন, মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখা ভারতের অন্যতম প্রধান অগ্রাধিকার। আমরা এই অঞ্চলে সহযোগিতা, বিনিয়োগ এবং সংযোগ গড়ে তুলতে সম্পূর্ণ প্রস্তুত। একইসঙ্গে বলেছেন, যোগাযোগ সম্প্রসারণের সময় এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে উদ্যোগগুলি পরামর্শমূলক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হচ্ছে কি-না।আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে অজিত দোভাল বলেছেন, আফগানিস্তান আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। আফগানিস্তানে সন্ত্রাসী নেটওয়ার্কের স্থায়িত্ব উদ্বেগের বিষয়। অর্থায়ন হচ্ছে সন্ত্রাসবাদের প্রাণশক্তি এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা আমাদের সবার জন্য অগ্রাধিকার হওয়া উচিত। রাষ্ট্রপুঞ্জের সকল সদস্যদের উচিত সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সত্ত্বাকে সহায়তা প্রদান করা থেকে বিরত থাকা। তাঁর কথায়, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ মধ্য এশিয়া আমাদের সকলের প্রধান লক্ষ্য।
2022-12-06