ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।বাছাই করা হলো ১ ডজন দাবাড়ুকে। পূর্বোত্তর দাবা প্রতিযোগিতার জন্য। ১৪- ১৮ ডিসেম্বর আসামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম পূর্বোত্তর দাবা প্রতিযোগিতা। ওই আসরে অংশগ্রহণের জন্য ১৩ জন দাবাড়ুকে বাছাই করলো রাজ্য দাবা সংস্থা। ওই দাবাড়ুরা হলেন: অভিজ্ঞান ঘোষ, অনুরাগ ভট্টাচার্য, আযুষ সাহা, ধনরাজ দেববর্মা, দিগন্ত রায়, একান্তিকা সরকার, ঋতুরাজ সাহা, প্রাঞ্জল দেবনাথ, সমৃদ্ধি ঘোষ, শাক্য সিংহ মোদক, শ্রেয়ভী কর, শুভায়ন দাস এবং স্বপ্নিল পাল। রাজ্য দাবা সংস্থা সূত্রে এ কভর জানা গেছে।
2022-12-06

