লখনউ, ৬ ডিসেম্বর (হি.স.) : বহুজন সমাজ পার্টির (বিএসপি) সর্বভারতীয় সভাপতি মায়াবতী বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন। অফিসে স্থাপিত মূর্তির ওপর ফুল দিয়ে ভীমরাও আম্বেদকরকে পুষ্পস্তবক দিয়ে প্রণাম জানান বিএসপি প্রধান।
মায়াবতী সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন, ভীম রাও আম্বেদকর সর্বক্ষেত্রে সেরা সংবিধান দিয়ে ভারতকে বিশ্বে খ্যাতি এনে দিয়েছেন। দেশ তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবে। তিনি বলেন, দেশের সরকারগুলো যদি সেই সংবিধানের পবিত্র নীতিতে কাজ করত, তাহলে এখানকার কোটি কোটি দরিদ্র ও মেহনতি মানুষ অনেক কষ্ট থেকে কিছুটা মুক্তি পেত। সংবিধানের আদর্শকে বাস্তবে রূপান্তরিত করে জনগণের সুদিন আনার দায়িত্বে বিক্ষিপ্ততা ও ব্যর্থতা দুঃখজনক ও উদ্বেগজনক।
তিনি আরও টুইট করেছেন, বাবা সাহেব ডঃ আম্বেদকরের নাম এলেই মনে পড়ে মানুষের স্বার্থ, কল্যাণ, তাদের জীবন-সম্পত্তি-ধর্মের সুরক্ষা এবং সাংবিধানিক অধিকারের অধীনে আত্মসম্মান নিয়ে বাঁচার গ্যারান্টি। জীবিকা, ন্যায়, সুখ, শান্তি ও সমৃদ্ধি থেকে বঞ্চিত মানুষের জন্য প্রকৃত উদ্বেগই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।