কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) : ‘‘মানুষের জীবনের বিনিময়ে নিজের আখের গোছানো শাসকের বিরুদ্ধে নির্ভীক ভাবে রুখে দাঁড়িয়েছিলেন সাকেত। ভয় পেয়ে বিজেপি গুজরাত পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়েছে আমাদের জাতীয় মুখপাত্রকে।’’
এই ভাষাতেই মঙ্গলবার তৃণমূল মুখপাত্র তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের গ্রেফতারি প্রসঙ্গে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক মনে করছেন, কুকীর্তি ফাঁস হওয়ার ভয়েই সাকেতকে গ্রেফতার করেছে গুজরাতের পুলিশ।
ঘটনাচক্রে সোমবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মোদীর। আবার মঙ্গলবার সকালে রাজস্থানে এসে পৌঁছেছেন মমতা। সাকেতকে গ্রেফতার করা হয় মমতার রাজস্থান সফরের কয়েক ঘণ্টা আগে। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ গ্রেফতারির বিষয়টি প্রকাশ্যে আসে। মঙ্গলবার ভোররাতেই সাকেতকে রাজস্থানের বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তৃণমূল মুখপাত্র জয়পুরে এসে পৌঁছনোর আগেই তাঁর জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিল গুজরাতের পুলিশ।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে ঘটনাটি জানান। সাকেতের গ্রেফতারি নিয়ে এর পরই টুইট করে বিজেপি-র সমালোচনা করেন অভিষেক। তবে একই সঙ্গে তৃণমূল সাংসদ লেখেন, ‘‘ওরা যদি ভেবে থাকে এ ভাবে তৃণমূলের মাথা ঝোঁকানো যাবে, তা হলে খুব ভুল ভাবছে।’’