জয় দিয়ে ১ম ডিভিশন লিগ অভিযান শুরু বীরেন্দ্র ক্লাবের

বীরেন্দ্র-‌১ (‌এনোকা)‌

টাউন -‌০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। জয় দিয়ে যাত্রা শুরু করলো বীরেন্দ্র ক্লাব।  ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’‌ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বীরেন্দ্র ক্লাব নূণ্যতম গোলে পরাজিত করে টাউন ক্লাবকে। দু দলেই সব স্থানীয় ফুটবলার। তাই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলের লড়াইটা ও হলো বেশ ভালোই। তবে তুলনামূলক ভাবে টাউন ক্লাবের চেয়ে অনেকটা ভালো ফুটবল খেলেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। কেন না তাদের বল প্লেসিং থেকে শুরু করে বল হোল্ডিং, বিপক্ষকে মুহূর্তে মুহূর্তে ডজ দেবার যে ফুটবল বীরেন্দ্র শিবির খেললো, তাতে বলা অবশ্যই শ্রেয়, টাউনের চেয়ে অনেকটাই এগিয়ে ছিলো বীরেন্দ্র শিবির। সুবাদে প্রথমার্ধে গোল ও আদায় করে নিলো সুজিত ঘোষের ছেলেরা। ম্যাচের সময় যখন ১৮ মিনিট এনোকা ডার্লং এর গোলে লিড নিয়ে নেয় বীরেন্দ্র ক্লাব। গোলটা হজম করার পর পাল্টা যে তা পরিশোধ করতে হবে তার যেন কোনো ভাবনাই দেখা গেল না টাউন ক্লাবের ফুটবলারদের মধ্যে। এককথায় টাউন ক্লাবের ফুটবল অনেকটা ছিল পরিকল্পনাহীন। একই সঙ্গে টাউনের আক্রমনভাগের ফুটবলারদের মধ্যে ও যথেস্ট জড়তা, খেলায় তা প্রমান পাওয়া গেল। কোনো ভাবেই তাঁরা তিন কাঠিতে বল রাখতে পারছিলো না। ১-০ তে যবনিকা ঘটলো প্রথমার্ধের। বিরতির পর আবারও শুরু হলো ম্যাচ। গোল আদায়ের লক্ষ্যে তৎপর বীরেন্দ্র শিবির। একই ইচ্ছে ছিলো অবশ্যই টাউন ক্লাবের। তবে টাউনের হয়ে গোল করবে টা কে?‌ আক্রমণভাগে যে যোগ্য ফুটবলারের অভাব। কাউকেই তো ম্যাচে খুঁজে পাওয়া গেল না যে তিন কাঠিতে অন্তত একবার বল রাখতে পারে। দেয়া নেয়ার ফুটবলেই কাটতে থাকে সময়। ঘড়ি তো চললো তার নিজস্ব নিয়মে। আখেরে আর হলো না গোল। সুবাদে বীরেন্দ্র ক্লাব ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে লিগে পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হলো। তবে জয় পেলেও দল নিয়ে কতটা এগুনো যাবে তা নিয়ে যথেষ্ট সন্দীহান বীরেন্দ্র কোচ। দলের মাঝমাঠে ভালো ফুটবলার নেই। তাই অচীরেই দরকার একজন মাঝমাঠের ফুটবলার। কোচের গলায়ও ওই সুর শোনা গেলো। ম্যাচের সেরা ফুটবলার হলেন বীরেন্দ্র ক্লাবের গোলদাতা এনোকা ডারলং। তাঁর হাতে ৫০০ টাকার অর্থ রাশি তুলে দিলেন সেইলের একজন প্রতিনিধি। ওনার নাম চঞ্চল ভট্টাচার্য। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার ও বটে। সঙ্গে ছিলেন টি এফ এর সচিব অমিত চৌধুরীও।