শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডা ও শীতের পরশে কাঁপছে ভূস্বর্গ। কাশ্মীর উপত্যকা ও কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কমেই চলেছে রাতের তাপমাত্রা। ধীরে ধীরে জমে বরফ হচ্ছে শ্রীনগরের ডাল লেক। প্রবল শীতে জমছে কার্গিলের দ্রাসও। ফের একবার এই মরশুমের শীতলতম রাত উপভোগ করল শ্রীনগর। রবিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাড়ছে জম্মুতেও। উত্তর কাশ্মীরের হিল রিসর্ট গুলমার্গে তাপমাত্রা কমে মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কাশ্মীরের প্রায় সর্বত্রই রবিবার রাতের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নীচে।