দিনহাটা, ৫ ডিসেম্বর (হি.স.) : কোচবিহারের দিনহাটা আমবাড়ী বাজারে বিজেপির মণ্ডল সভাপতি বিদ্যুৎ কমল সরকারের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। সোমবার সেই আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক তথা কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন প্রমুখ। ভাঙচুর হওয়া বিজেপি নেতার বাড়ি ঘুরে দেখার পাশাপাশি তার হাতে আর্থিক সাহায্য তুলে দেন নিশীথ।
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘যেভাবে বিজেপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে এ ঘটনার নিন্দার ভাষা নেই। মানুষ পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দেবে।‘ এদিকে, গতকাল বিজেপি কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর এবং পুলিশের উপর হামলার অভিযোগে ১৩ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। নির্দোষদের গ্রেফতার করা হয়েছে।‘