আগরতলায় মাস্টার রিসোর্স পার্সন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷  প্রকৃতির গতিশীলতা বোঝার জন্য প্রকৃতি ক্রিয়াকলাপের উপর সুকল শিক্ষকদের জন্য রাজ্য স্তরের মাস্টার রিসোর্স পার্সন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো৷ প্রকৃতির গতিশীলতা বোঝার জন্য প্রকৃতি ক্রিয়াকলাপের উপর সুকল শিক্ষকদের জন্য রাজ্য স্তরের মাস্টার রিসোর্স পার্সন প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে বিজ্ঞান প্রসার,  ডিএসটি, ভারত সরকার এবং  স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ত্রিপুরা সরকার৷ খেজুর বাগানে ভগৎ সিং যুব আবাসে তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়৷ মোট ৬৪ জন শিক্ষক-শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন৷ তারা এখান থেকে তিন দিনের ট্রেনিং শেষে মাস্টার ট্রেইনার তৈরি হবেন৷ পরবর্তীতে অন্যান্য মহকুমাগুলিতে তারা ট্রেনিং করাবেন শিক্ষক-শিক্ষিকাদের৷  এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বি চক্রবর্তী, ডিরেক্টর, ডিএসটিই৷ তাছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন বিজ্ঞানী এবং পরামর্শদাতা ড় বি. কে. ত্যাগী বিজ্ঞান প্রসার,  ডিএসটি ভারত সরকার কে এস শেঠি, , প্রিন্সিপাল সেক্রেটারি বিজ্ঞান, প্রযুক্তি ও দপ্তর ত্রিপুরা সরকার৷ উদ্বোধনী বক্তব্য রাখেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷