মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধের বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কর্ণাটকে দুই রাজ্য মন্ত্রীদের পূর্ব পরিকল্পিত সফর স্থগিত করা হয়েছে বলে উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রীদের কর্ণাটক সফর আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার সাংবাদিকদের দেবেন্দ্র ফড়নবীস বলেন, মঙ্গলবার রাজ্যে ভারতীয় সংবিধানের স্থপতি ডক্টর বাবাসাহেব আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস। তাই এটি রাষ্ট্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের জন্য প্রস্তুতি চলছে। মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধের পরিপ্রেক্ষিতে, মহারাষ্ট্রের দুই মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল এবং শম্ভুরাজে দেশাই মঙ্গলবার কর্ণাটকের বেলাগাভিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাদের কর্ণাটক সফর স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, মহারাষ্ট্র-কর্নাটক সীমান্ত বিরোধ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। মহারাষ্ট্র সরকার বা কর্ণাটক সরকার কেউই এই বিরোধের সমাধান করতে পারে না। তাই উভয় রাজ্যেরই উচিত এই বিরোধের বিষয়ে স্বতঃস্ফূর্ত বিবৃতি দেওয়া থেকে বিরত থাকা এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা।