হাওড়া, ৫ ডিসেম্বর (হি. স.) : দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে হাওড়ায় গ্রেফতার হলেন এক মহিলা-সহ ২ জন।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মিতা বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস দে। সোমবার ভোরে তাঁদের কলকাতার নেতাজিনগর থেকে গ্রেফতার করেছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। বেশ কিছু দিন ধরে চাকরি দেওয়ার নামে অর্থ প্রতারণার অভিযোগ উঠছিল একটি চক্রের বিরুদ্ধে। এই দু’জনকে জেরা করে ওই চক্রের হদিস মিলতে পারে বলে আশাবাদী তদন্তকারীরা।
উলুবেড়িয়ার রাজাপুর এলাকার বাসিন্দা জনৈক গৌরাঙ্গ গায়েন স্থানীয় এক ব্যক্তির সূত্র মারফত দমকল বিভাগে চাকরির খবর পান। তাঁকে কলকাতায় আসতে বলা হয়েছিল। গৌরাঙ্গ পুলিশকে জানিয়েছেন, তিনি এক পরিচিতের মাধ্যমে কলকাতার নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা জনৈক শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। শাশ্বত নিজেকে দমকল বিভাগের প্রাক্তন কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। এটা বছর ছয় আগের ঘটনা। এর পর গৌরাঙ্গকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক দফায় মোটা অঙ্কের টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
২০১৮ সালে ব্যাঁটরা থানা এলাকার কদমতলা অঞ্চলে একটি অভিজাত রেস্তোরাঁয় গৌরাঙ্গকে আসতে বলা হয়। সেখানে তিনি এক ব্যক্তির হাতে নগদ ২ লক্ষ টাকা তুলে দেন। কিন্তু তার পরে না পেয়েছেন চাকরি, না পেয়েছেন ওই টাকা ফেরত। এর পর আইনের দ্বারস্থ হন গৌরাঙ্গ।
অভিযোগের ওই সূত্র ধরে সম্প্রতি ব্যাঁটরা থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকারীরা জানতে পারেন ইতিমধ্যেই শাশ্বতের মৃত্যু হয়েছে। তবে এই প্রতারণাচক্রে যুক্ত দু’জনের খোঁজ পায় তারা।