চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.) : সোমবার সকালে তামিলনাড়ুর চেন্নাইতে একটি ট্যাঙ্কারের সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, হায়দরাবাদ থেকে চেন্নাইগামী ২৭ জন যাত্রী নিয়ে বাসটি দুর্ঘটনাবশত ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে পড়ে। ধাক্কায় বাসের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
মৃতরা হলেন নেলোরের সতীশ কুমার (৪২), বেঙ্গালুরুর রোহিত প্রসাদ (২৪), কাকিনাড়ার শ্রীধর (২২) এবং থান্ডালাচেরির জানকিরামন (৪২)৷ আহতদের চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।